Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরের অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ঘটনাস্থল পরিদর্শন করলেন শত নাগরিক কমিটি

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দীন আহমদের নেতৃত্বে শত নাগরিক কমিটির নেতৃবৃন্দ। গতকাল (সোমবার) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়ার ছোট্ট লাল দাসের বাড়ির একচালা ঘরে অগ্নিসংযোগের ঘটনায় রোববার রাতে মামলা হয়েছে। বাড়ির মালিক ছোট্ট লাল দাস বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওদিকে নাসিরনগরে অগ্নিসংযোগের হোতাদের ধরিয়ে দিতে পারলে তাকে ১ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার। গতকাল বিকেলে নাসিরনগরে পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্তে মাইকিংও করা হয়।
বিচার বিভাগীয় তদন্ত দাবি
নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা- ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ঢাবির সাবেক ভিসি ও শত নাগরিক কমিটির আহ্বায়ক ড. এমাজ উদ্দীন আহমদ। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দির চত্বরে তিনি সাংবাদিকদের সাথে একথা বলেন। তিনি আরো বলেন, মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনাটি ন্যক্কারজনক। আমার জীবনে এমন ঘটনা আর দেখিনি।
তিনি বলেন, এখানকার জনগণ যাতে নিজেদের অনিরাপদ মনে না করে সে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। যারা হামলার ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে বিচারের পাশাপাশি তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে তিনি সরকারকে আহ্বান জানান। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়ি সরকারিভাবে সংস্কারের দাবি জানান।
এর আগে ড. এমাজ উদ্দীনের নেতৃত্বে শত নাগরিক জাতীয় কমিটির ৯ সদস্যের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন শত নাগরিক কমিটির সদস্য সচিব কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক ইউসুফ হায়দার, ড. উবাইদুল ইসলাম, উত্তম বড়–য়া, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, কাদের গনি চৌধুরী প্রমুখ।
পুলিশের পুরস্কার ঘোষণা
নাসিরনগরের বিভিন্ন বাড়িঘরে অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ বিভাগ। গতকাল সোমবার বিকেলে পুলিশ সুপার মো: মিজানুর রহমান এই পুরস্কার ঘোষণা করেন। সন্ধানদাতাদের যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে চারটি মোবাইল নম্বরও দেয়া হয়েছে। (০১৭১৩-৩৭৩৭২৪, ০১৭১৩-৩৭৩৭২৫, ০১৭১৩-৩৭৩৭২৭ এবং ০১৭১৩-৩৭৩৭৩৩)।
এ ব্যাপারে পুলিশ সুপার মো: মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকের মাধ্যমে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি স্ট্যাটাস দেয়ার ঘটনায় নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে নাসিরনগর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়।
এ ঘটনার পরদিন নাসিরনগর উপজেলা সদরের হিন্দুপাড়ায় মন্দির ও বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। ৪ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়েরর ৫টি পরিত্যক্ত গোয়ালঘর ও রান্নাঘরে অগ্নিসংযোগ করে। পরে একই সন্ধ্যায় দুর্বৃত্তরা উপজেলা সদরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়ির একটি ঘরের বারান্দায় রাখা পাটখড়িতে আগুন দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিরনগরের অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ