মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের তালেবান সরকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবান সরকার বলেছে, নিরাপত্তাজনিত উদ্বেগের অবসান হয়েছে। সুতরাং আপনারা আফগানিস্তানে ফিরে আসুন। দেশটির চিফ অব স্টাফের কার্যালয়ের টুইটারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
টুইটার পোস্টে চিফ অব স্টাফের কার্যালয় জানিয়েছে, গত ২৪ জুলাই আফগানিস্তানের হিন্দু ও শিখ কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে তালেবান প্রতিমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মোল্লা আবদুল ওয়াসি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তিনি বলেছেন, ‘যে সব ভারতীয় হিন্দু ও শিখ নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশ ছেড়েছেন, তাঁরা এখন আফগানিস্তানে ফিরে আসতে পারেন। কারণ দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।’
গত ১৮ জুন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) নামের উগ্রবাদী সংগঠন কাবুলের কার্তে পারওয়ান গুরুদ্বারে হামলা করেছিল। এতে একজন শিখসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী কাবুলের কার্তে পারওয়ান জেলার একটি গুরুদ্বারে প্রবেশ করে রক্ষীদের বেঁধে ফেলেছিল। ২০২০ সালের মার্চে কাবুলের ছোট্ট একটি বাজারে শ্রী গুরু হর রাই সাহেব গুরুদুয়ারায় ইসলামিক স্টেটের মারাত্মক হামলায় ২৭ জন শিখ নিহত হয়েছিলেন।
এসব কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অনেক শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান ছেড়ে চলে গেছে।
এদিকে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান সরকার সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত কাবুলের গুরুদুয়ারা কার্তে পারওয়ান সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গুরুদুয়ারা পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এএনআই জানিয়েছে, তালেবান সরকার হামলায় ক্ষতিগ্রস্ত গুরুদুয়ারা ভবনটি সংস্কার করতে সাড়ে ৭ বিলিয়ন আফগানি অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছে। সূত্র : এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।