Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় ভুয়া এমবিবিএস ডাক্তারের ৬ মাসের কারাদন্ড

শান্তিলতা ক্লিনিকের ৫ হাজার টাকা জরিমানা

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১:৫৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গারহাট বাজারে শান্তিলতা ক্লিনিকের ভুয়া এম বি বি এস ডাক্তার পরিচয় দানকারী প্রিন্স মিত্র (২৭) কে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার রাতে উপজেলার ভাঙ্গারহাট বাজারে অবস্থিত শান্তিলতা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রিন্স মিত্রের ডাক্তারি কোন বৈধ কাগজ পত্র না থাকায় ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার অপরাধে তাকে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে শান্তিলতা ক্লিনিকে নোংরা পরিবেশ ও অব্যাস্হাপণার অপরাধে শান্তিলতা ক্লিনিকের পরিচালক দিলিপ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নন্দা সেনগুপ্তা, মেডিকেল অফিসার প্রভাষ মন্ডল ও ভাংঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত চিকিৎসক প্রিন্স মিত্র পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খেজুরতলা গ্রামের পঙ্কজ মিত্রের ছেলে ৷ জানাগেছে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া এম বি বি এস ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন শান্তিলতা ক্লিনিক। এর আগে ও একবার শান্তিলতা ক্লিনিকের বৈধ কোন কাগজ পত্র না থাকার কারণে জরিমানা করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ