Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে তৈরি করোনার টিকা নিলেন শিসহ শীর্ষ কর্তারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

স্থানীয়ভাবে তৈরি করা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও শীর্ষ রাজনীতিকরা। টিকার হার বৃদ্ধি, বিশেষ করে বুস্টার ডোজের হারকে বৃদ্ধির প্রচারণা উপলক্ষে এ তথ্য প্রকাশ করেছে চীন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপপ্রধান জেং ইক্সিন বলেছেন, এর মধ্য দিয়ে দেখানো হয়েছে যে, চীনের টিকার প্রতি আস্থা আছে দেশের নেতাদের। এ ধরণের স্বাস্থ্যগত তথ্য সাধারণত জনগণের সঙ্গে শেয়ার করা হয় না। তিনি বলেন, দেশের নেতারা সবাই দেশেই তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জেং ইক্সিন বলেন, দেশের শীর্ষ নেতারা এই টিকা নেয়ার মধ্য দিয়ে এটাই গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে যে, এই মহামারি প্রতিরোধযোগ্য এবং এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা কাজ করে। কর্মকর্তারা টিকা নেয়ার হার বৃদ্ধি করার চেষ্টা করছেন। চীন করোনা ভাইরাসের ক্ষেত্রে জিরো কোভিড কৌশল অনুসরণ করছে। এর মধ্যে রয়েছে গণহারে পরীক্ষা। কঠোর আইসোলেশন নিয়মকানুন। স্থানীয় পর্যায়ে লকডাউন। অন্য দেশের তুলনায় চীনের সরকারি হিসাবে মৃতের সংখ্যা অনেক কম। তা সত্তে¡ও জনগণ ও ব্যবসায়ীদের কাছ থেকে এ জন্য কঠোর বিধিনিষেধের জন্য বিরোধিতার মুখোমুখি হচ্ছে সরকার। প্রেসিডেন্ট শি বারবার বলেছেন, জিরো কোভিড নীতির কোনো বিকল্প নেই। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এ পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬৭ হাজার ৬১৯ জন। মারা গেছেন ১৪ হাজার ৬৪৭ জন। অন্যদিকে বৃটেনে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৭৪। মারা গেছেন এক লাখ ৮১ হাজার ৩৯৮ জন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ