মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সম্প্রতি দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছেন। স্থানীয় সময় শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কীভাবে ওই দুই নাগরিকের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
মুখপাত্র বলেছেন, মার্কিন প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং দূতাবাস থেকে যত রকমের সহায়তা করা সম্ভব তা করা হচ্ছে।
এর আগে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদককে তিনি বলেছেন, এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নেই।
প্রায় পাঁচ মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যদিও রাশিয়া এ যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়েছে। অপরদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া বিনা প্ররোচনায় ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে।
কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছু মার্কিন নাগরিক ইউক্রেনের বাহিনীকে সহায়তা করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গিয়ে গত মে মাসে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
সম্প্রতি দনবাসে নিহত দুই মার্কিন নাগরিকও স্বেচ্ছায় যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন কি না, সে ব্যাপারে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। নিহতের বিস্তারিত পরিচয়ও জানায়নি।
এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত চারজন মার্কিন নাগরিক নিহত হলো। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।