Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ৭:০৫ পিএম

সম্মাননা, আলােচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএম সমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম।
সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মো: মহিবুল্লাহ মুহিব।
বক্তারা বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের সদস্যদের মানবতার কল্যাণে আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা সরকারকে ব্লাড ডোনারদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যােগ নেয়ার আহ্বান জানান।
মো: মহিবুল্লাহ মুহিব বলেন, সারা বাংলাদেশে বিগত ২ বছর ধরে ২৪ হাজার অসুস্থ রােগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ করেছে বাংলাদেশ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা।

 



 

Show all comments
  • মহিবুল্লাহ মুহিব ২৩ জুলাই, ২০২২, ১:৩৯ এএম says : 0
    Bangladesh blood donors club BBDC সর্বোচ্চ সফলতা কামনা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষপূর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ