Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে স্বাধীনদেশটিভি’র ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২১, ৫:২০ পিএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাতে সরকার অনুমোদিত বাংলাদেশী প্রথম অনলাইন চ্যানেল স্বাধীনদেশটিভি’র ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গত শুক্রবার রাতে দুবাইস্থ শেরাটন ক্রিক হোটেলের বলরুমে জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয় স্বাধীনদেশটিভি’র বর্ষপূর্তি।
স্বাধীনদেশটিভি’র প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে ও সোনিয়া সামিয়া, সালমা শেফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত-এর সহধর্মিনী মিসেস সালমা জাফর, দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও কনসাল জেনারেল-এর সহধর্মিনী মিসেস আবিদা হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনদেশটিভি’র সিও সাংবাদিক মাহবুব হাসান হৃদয়। বক্তব্য রাখেন, স্বাধীনদেশটিভি’র দর্শক ফোরামের সভাপতি ইয়াকুব সৈনিক, এমিরেটস ফাস্ট বিজনেস সার্ভিস-এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং শাহানুর শাহ, বিশিষ্ট সাংবাদিক সাইফুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, এনআরবি ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ও আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানির সত্বাধীকারী আলহাজ্ব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই-এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি আবুধাবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির তালুকদার, বাংলাদেশ সমিতি দুবাই-এর ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ আহমেদ সিআইপি, কমিউনিটি নেতা সেলিমউদ্দীন চৌধুরী, ব্যবসায়ী রাজা মল্লিক, শারজাহ সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, কমিউনিটি নেতা আরশাদ হোসেন হিরু, কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই-এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, কমিউনিটি নেতা শাহ মোহাম্মদ মাকসুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ সমিতির ডিরেক্টর আব্দুল আলিম, দুবাই বাংলাদেশ সমিতির ডিরেক্টর প্রকৌশলী জিল্লুর রহমান, শারজা বাংলাদেশ সমিতির সভাপতি এম.এ বাশার, হাজি আবদুল করিম সিআইপি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাধীনদেশটিভি’র চার বছরপূর্তি উপলক্ষে একটি সমৃদ্ধ স্মরণিকা ‘অর্জন’- এর মোড়ক উম্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ