প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বাংলাদেশে নিরন্তর থিয়েটার চর্চায় যুক্ত রয়েছে ম্যাড থেটার। গত বছর অক্টোবর মাসে নদ্দিউ নতিম নাটকের উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ম্যাড থেটারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম বর্ষপূর্তিকে ম্যাড থেটার উদযাপন করছে ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার শিরোনামে। এ উপলক্ষে আগামী ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ম্যাড থেটারের প্রথম প্রযোজনা নদ্দিউ নতিম নাটকের প্রদর্শনী ও প্রদর্শনী শেষে গত এক বছর যাদের সাহচর্য ও ভালোবাসায় ম্যাড থেটার সিক্ত হয়েছে তাদের সাথে পুনর্মিলনী। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ নদ্দিউ নতিম। নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত। গত এক বছরে ম্যাড থেটার ঢাকার বাইরে দুটি নাট্যোৎসবে অংশগ্রহণ করে, রাজশাহী থিয়েটার আয়োজিত মুক্তিযুদ্ধ-মৈত্রী সাংসদ নাট্যোৎসব ও মণিপুরি থিয়েটার আয়োজিত বিষু উৎসবে। এছাড়া এ বছর ১৯ জুলাই ম্যাড থেটার হুমায়ূন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করে স্মৃতিচারণ ও নদ্দিউ নতিম নাটকের দ্বাদশ রজনী উৎসর্গের মাধ্যমে। ঢাকা ও ঢাকার বাইরে মঞ্চনাটকটির দর্শকপ্রিয়তা বিশেষ লক্ষ্যণীয়। মানুষের অবচেতনে এক ধরনের সূ² পাগলামি কাজ করে। এই পাগলামি ব্যবহার করে কেউ কেউ প্রথাগত যুক্তি বুদ্ধির দেয়াল ভেঙে নতুন সমীকরণ আমাদের সামনে দাঁড় করায়। যারা এই পাগলামি ব্যবহার করতে পারে তারা প্রচলিত ধারার বাইরে নতুন কিছু করার সম্ভাবনা তৈরি করে। সেই সম্ভাবনাকে থিয়েটারের মাধ্যমে প্রকাশ করার জন্য ম্যাড থেটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।