পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
উৎসবমুখর পরিবেশে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর ৩য় বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রক্তদান, শহরের বিভন্ন রাস্তায় আল্পনা ও ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উদ্বোধন করার জন্য র্যালির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সম্মানিত সদস্যগণকে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে কবুতর ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ বি এম রাশেদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, ট্রেজারার (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ। বিশ্ববিদ্যালয়ের আনন্দ র্যালি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণসহ শিবগঞ্জ উপজেলা প্রদক্ষিণ করে দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। - প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।