Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের নিচ থেকে ২ ঘন্টা চেষ্টায় জীবিত শ্রমিককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ৯:৪৪ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডীপুর ব্রিজ এলাকায় ধান বোঝাই একটি ট্রাক উল্টে আব্দুল গফুর (৫০) নামের ওই ট্রাকের এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে বারোটার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট গ্রামের বাসিন্দা।

আমজাদ হোসেন নামের এক শ্রমিক জানান, রাতে নাগেশ্বরী থেকে ধান বোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের উদ্দেশ্য যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চন্ডীপুর ব্রিজের কাছে খাদে পরে যায়। পরে ট্রাকের ভিতর আটকা পড়া শ্রমিককে প্রায় ২ ঘন্টা চেষ্টায় জীবিত উদ্ধার করা গেলেও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শন (এসআই) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ