প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. থর : লাভ অ্যান্ড থান্ডার
২. মিনিয়ন্স : দ্য রাইজ অফ গ্রু
৩. হয়্যার দ্য ক্রড্যাডস সিং
৪. টপ গান : ম্যাভরিক
৫. এলভিস
হয়্যার দ্য ক্রড্যাডস সিং
ডেলিয়া ওয়েনজের লেখা ‘হয়্যার দ্য ক্রড্যাডস সিং’ বেস্টসেলার উপন্যাস অবলম্বনে মিস্ট্রি-থ্রিলার ফিল্মটি পরিচালনা করেছেন অলিভিয়া নিউম্যান। নিউম্যান ২০১৮’র ‘ফার্স্ট ম্যাচ’ এবং বেশ কিছু টিভি সিরিজের এপিসোড পরিচালনা করেছেন।
কায়া ক্লার্ককে (ডেইজি এডগার-জোন্স) তার স্বজনরা শৈশবে নর্থ ক্যারোলাইনার ডোবায় ফেলে চলে যায়। সে নিজে নিজেই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জংলা-ডোবায় বড় হয়। আশপাশের সমাজ তাকে বরাবর এড়িয়ে চলে, তবে টেট ওয়াকারের (টেলর জন স্মিথ) সঙ্গে তার বন্ধুত্ব হয়। কায়াকে টেট লিখতে পড়তে শেখায়। টেট কলেজে পড়তে চলে গেলে চ্যান্স অ্যানড্রুজের (হ্যারিস ডিকিনসন) সঙ্গে কায়ার বন্ধুত্ব হয়। চ্যান্সের মৃতদেহ পাওয়া গেলে সবার সন্দেহের চোখ পড়ে কায়ার ওপর, আর তাই যদি প্রমাণ হয় তার মৃত্যুদণ্ড কেউ ঠেকাতে পারবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।