প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. সোনিক দ্য হেজহগ ২
২. ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর
৩. দ্য লস্ট সিটি
৪. এভরিথিং এভরিহয়্যার অ্যাট ওয়ান্স
৫. মর্বিয়াস
সোনিক দ্য হেজহগ টু
জেফ ফাউলার পরিচালিত এনিমেটেড এবং লাইভ-অ্যাকশন ফিউশন অ্যাডভেঞ্চার-কমেডি ফিল্ম। সেগা কনসোলের একই নামের জনপ্রিয় ভিডিও গেম চরিত্র অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির প্রথম পর্ব ‘সোনিক দ্য হেজহগ’ মুক্তি পায় ২০২০তে। ফাউলার সিরিজের প্রথম পর্ব এবং ‘হয়্যার আর দ্য ওয়াইল্ড থিংস’ (২০০৯) পরিচালনা করেছেন।
গ্রিন হিলসে স্থায়ী হবার পর সোনিক দ্য হেজহগের (ভয়েস : বেন শোয়ার্জ) এখনকার প্রত্যাশা কীভাবে নিজেকে বীর (হিরো) হিসেবে প্রমাণ করবে। কিন্তু তা তো আর সহজ নয়, যখন ড. রোবটনিক (জেম ক্যারি) ফিরে এসেছে। সঙ্গে আবার সঙ্গী জুটিয়েছে, যার নাম নাকলস (ইড্রিস এলবা)। রোবটনিক-নাকলস এক জাদুকরী পান্নার খোঁজে বেরিয়েছে যেটি তারা সভ্যতাকে ধ্বংস করতে কাজে লাগাতে চায়। তাদের রুখতে এগিয়ে আসে সোনিক, সঙ্গে তার সহকারী টেইলস (কোলিন ও’শনেসে)। সোনিক আর টেইলস সেই পান্নার খোঁজে বিশ্বব্যাপী এক অভিযানে নামে। মন্দ চক্রের হাতে পড়ার আগেই সেই পান্না তাদের হস্তগত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।