প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. দ্য ব্যাড গাইজ। ২. সোনিক দ্য হেজহগ ২। ৩. ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর।
৪. দ্য নর্থম্যান। ৫. এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স
দ্য ব্যাড গাইজ
কার্লোস রিনকোনস এবং পিয়ের পেরিফেল পরিচালিত এনিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি। ফরাসী এনিমেটর পেরিফেলের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অনেকগুলো অপরাধ ঘটানোর পর কুখ্যাত অপরাধী মি. উল্ফ (ভয়েস : স্যাম রকওয়েল), মি. স্নেক (ভয়েস : মার্ক মেরন), মি. পিরানহা (ভয়েস : অ্যান্থনি রামোস), মি. শার্ক (ভয়েস : ক্রেইগ রবিনসন) এবং মিজ ট্যারান্টুলা (ভয়েস : অকোয়াফিনা) অবশেষে ধরা পড়ে। এই মন্দ অপরাধী প্রাণীরা কারাগারে তাদের জীবনের সবচেয়ে কঠিন মিশন শুরু করে। তাদের কারাগার থেকে মুক্তি পেতে হলে সুনাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। প্রফেসর মারমালেডের (ভয়েস : রিচার্ড আয়োয়াডে) তত্ত্বাবধানে সারা দুনিয়াকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালায় যে তারা ভাল হয়ে যাচ্ছে। কিন্তু আসলেই কি তাই?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।