Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২২, ১২:১১ এএম

১. এলভিস। ২. টপ গান : ম্যাভরিক।
৩. জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন।
৪. দ্য ব্ল্যাক ফোন। ৫. লাইটইয়ার


এলভিস
বাজ লারম্যান পরিচালিত বায়োগ্রাফিকাল ড্রামা। ‘দ্য গ্রেট গ্যাটসবি’ (২০১৩), ‘অস্ট্রেলিয়া’ (২০০৮), ‘মুলান রুজ’ (২০০১), ‘রোমিও + জুলিয়েট’ (১৯৯৬) এবং ‘স্ট্রিক্টলি বলরুম’ (১৯৯৩) লারম্যান পরিচালিত ফিল্ম। এতে রক এন’ রোলের রাজা এলভিস প্রেসলির সঙ্গীতকে যতটা না তার চেয়ে বেশি তার কয়েকজন ঘনিষ্ঠ কয়েকজন মানুষের মানুষের সঙ্গে তার সম্পর্ক এবং তারা তার জীবনকে কীভাবে আকার দিয়েছিল। এর মধ্যে অন্যতম প্রেসলির (অস্টিন বাটলার) খেয়ালি ম্যানেজার কর্নেল টম পার্কার (টম হ্যাঙ্কস)। কড়িতে কোমলে ছিল তাদের দুজনের সম্পর্ক। দুই দশকে এই সম্পর্কে কখনও প্রশংসিত আবার কখনও নিন্দিত হয়েছে। অনেক ক্ষেত্রেই প্রেসলি যখন বিশ্বব্যাপী তারকায় পরিণত হয়েছেন সেখানে পার্কারকে হতে হয়েছে ভিলেন। গায়কের জীবনে একসময় আসে প্রিসিলা (অলিভিয়া ডিজং); প্রিসিলা এলভিসের জীবনকে গোছানোর চেষ্টা করেন আপ্রাণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড শীর্ষ পাঁচ

২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২২ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২
১ জুলাই, ২০২২
২৪ জুন, ২০২২
৩০ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২
৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ