মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখাবে। আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।
তিনি বলেন, চীন বরাবরই স্পিকার পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা করে আসছে। কারণ, মার্কিন কংগ্রেস সেদেশের সরকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচিত নিজের প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলা।
মুখপাত্র বলেন, পেলোসি তাইওয়ান সফরে এলে ‘এক-চীন নীতি’ এবং ‘তিনটি চীন-মার্কিন যৌথ ঘোষণা’ গুরুতরভাবে লঙ্ঘিত হবে। তা ছাড়া, তেমন ধারা সফর হবে চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হস্তক্ষেপ। এ ধরনের সফর ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি ভুল সংকেত পাঠাবে।
আগামি মাসে তাইওয়ান সফর করার কথা ছিল হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির। তবে এটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী মনে করে, এই মুহূর্তে এই সফর না করাই ভাল। তবে আমি জানি না, শেষ পর্যন্ত এটি হবে কিনা। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।