Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিন দ্য ডে’র মতো বিগ বাজেটের সিনেমা দেশে আর হয়নি -কেয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

গত ১৮ জুলাই সন্ধ্যায় যমুনা বøকবাস্টারে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি দেখতে গিয়েছিলেন চিত্রনায়িকা কেয়া। সিনেমাটি দেখার পর সাংবাদিকদের সাথে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, যেভাবে সিনেমাটি দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়ছে, তাতে আমি সিনেমার ভালো দিক দেখছি। এটি সিনেমার জন্য ইতিবাচক। অনেক কষ্ট করে বর্ষা আপু-জলিল ভাই যে কাজটা করেছে, তা বাংলাদেশে প্রথম। বিগ বাজেটের একটা সিনেমা। এরকম বিগ বাজেটের সিনেমা দেশে আর হয়নি। সিনেমার সাউন্ড সিস্টেমসহ সবকিছু আমার ভালো লেগেছে। মনে প্রাণে দোয়া করি সব সিনেমাই যেন ভালো যায়। বিশেষ করে বর্ষা আপু আর অনন্ত জলিলের কাছে প্রত্যাশা তারা আরও ভালো ভালো সিনেমা নির্মাণ করুক। কেয়া বলেন, ঈদের আনন্দ সিনেমা বাড়িয়ে দেয়। সিনেমাটি দেখে আমার আনন্দকে পরিপূর্ণ করেছে। ঈদে ভালো ভালো সিনেমা মুক্তি পেলে দর্শকেরও যেমন আনন্দের মাত্রা বেড়ে যায়, তেমনি আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি চাই দর্শক আমাদের সিনেমা দেখুক। দিন দ্য ডে’র মতো সিনেমা নির্মিত হোক। তাহলে আমরা আবারও সিনেমা নিয়ে গর্ব করতে পারব। কেয়া স্মৃতিচারণ করে বলেন, ২০০১ সালে যখন আমার প্রথম সিনেমা কঠিন বাস্ত রিলিজ হয়েছিল, তখন মানুষ এভাবে সিনেমা দেখতে এসেছিল। খুবই ভালো লাগছে। এ সিনেমায় আমি অভিনয় করিনি, কিন্তু সিনেমার মানুষ হিসেবে আমাকে সবার সিনেমাই দেখতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ