পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কোনো বকেয়া ঋণের বিষয়ে মিথ্যা বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গুনতে হবে জরিমানা। একই সঙ্গে ভুল তথ্য দেয়ার সঙ্গে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও জরিমানা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ক্রেডিড ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) এ বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্রেডিড ইনফরমেশন ব্যুরোতে বকেয়া ঋণের মিথ্যা বা ভুল তথ্য দিলে কমপক্ষে ৫০ হাজার এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা করবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সিআইবিতে যথাসময়ে ঋণের তথ্য না দিলেও জরিমানা করা হবে। আর তথ্য গোপন করার ক্ষেত্রেও জরিমানা প্রযোজ্য হবে। তবে জরিমানা করার আগে সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানকে তথ্যের বিষয়ে জবাব চাওয়ার কথা বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে জরিমানা করা হবে এবং তা ৭ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে।
কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধে করতে ব্যর্থ হলে তা কেন্দ্রীয় ব্যাংকের হিসাব থেকে কেটে নেয়া হবে।
আর প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ৩০ দিনের মধ্যে তার জরিমানা অর্থ আদায় করতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।