Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন জৈব-গবেষণাগারগুলোর শান্তিপূর্ণ ব্যবহারের প্রমাণ নেই: ল্যাভরভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ৮:১৪ পিএম

ইউক্রেনে মার্কিন সামরিক জৈব-গবেষণাগারগুলোর ‘শান্তিপূর্ণ’ বা ‘বেসামরিক’ ব্যবহারের কোনো প্রমাণ নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ গতকাল (সোমবার) প্রকাশিত এক প্রবন্ধে এ কথা বলেন।

লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে সামরিক জৈব-গবেষণা চালিয়ে আসছে। এটা এখন প্রমাণিত যে, দেশটি শান্তির অজুহাতে, সবচেয়ে বিপজ্জনক জৈব-পরীক্ষা চালিয়ে জীবাণু অস্ত্র তৈরীর চেষ্টা করছে।

ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান চলাকালে এ সংক্রান্ত প্রমাণাদি পাওয়া গেছে, মস্কো যা জাতিসংঘের হাতে তুলে দিয়েছে।

লাভরভ আরও বলেন, ইউক্রেন সরকারের নতুন মিনস্ক চুক্তি লঙ্ঘনের বিষয়ে জার্মানি ও ফ্রান্স বরাবরই 'নীরব'। এ দুই দেশ ইউক্রেনের স্বার্থ রক্ষা করতে গিয়ে নতুন মিনস্ক চুক্তি ধ্বংস করেছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল্যাভরভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ