Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা মানবে না রাশিয়া-চীন : ল্যাভরভ

চাপের কাছে নতি স্বীকার নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালুর চেষ্টা করছে। তার দেশ এবং চীন পশ্চিমা চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না এবং তাদের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা মেনে নেবে না। মঙ্গলবার ল্যাভরভ বলেন, “আমার কোনো সন্দেহ নেই যে, যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা পুনর্বহালের চেষ্টা করছে কিন্তু এই ধরনের বিশ্বব্যবস্থা রাশিয়া এবং চীন কখনো মেনে নেবে না।” রাশিয়ার বার্তাসংস্থা তাস এই খবর দিয়েছে। ল্যাভরভ বলেন, পশ্চিমারা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালুর চেষ্টা করছে। দিল্লি এবং মস্কোর মধ্যকার সহযোগিতা যাতে দুর্বল হয় সেজন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে। পাশাপাশি তারা ভারতকে চীনের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য চাপাচাপি করছে। ল্যাভরভ স্পষ্ট করে বলেন, রাশিয়া ও ভারতের মধ্যকার প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা বাতিল করার জন্য নয়াদিল্লির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এছাড়া, পশ্চিমা দেশগুলো ভারতকে চীন-বিরোধী যুদ্ধে জড়িয়ে দেয়ার জন্য চেষ্টা করছে। তাস।

 



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ১০ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ এএম says : 0
    বাস্তব কথা বলছেন এতেদিন পর রাশিয়া।
    Total Reply(0) Reply
  • Emtiuz Shaikh ১০ ডিসেম্বর, ২০২০, ৪:৩৫ এএম says : 0
    এগিয়ে যান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল্যাভরভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ