Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের উচিত নিজের ভুল পর্যালোচনা করা: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ৭:৫৪ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনকে না-হক হুমকি দেয়া বন্ধ করে, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন ইস্যুতে নিজের ভুল পর্যালোচনা করা। কারণ, যুক্তরাষ্ট্র নিজেই ইউক্রেন-সংকটের অন্যতম সূচনাকারী।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নতুন শীতলযুদ্ধ সৃষ্টিতে সহায়ক হবে—এমন আচরণ বন্ধ করা এবং ইউক্রেন-সংকট সমাধানে দায়িত্বশীলতার পরিচয় দেয়া।

মুখপাত্র আরও বলেন, ইউক্রেন ইস্যুতে চীন বরাবরই ন্যায্য অবস্থান বজায় রেখে আসছে। এ অবস্থায় চীনের ওপর ভিত্তিহীন সন্দেহ করা ও চীনকে হুমকি-ধামকি দেয়া খুবই অন্যায্য কাজ। এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের সামিল।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে বা নিষেধাজ্ঞা কাটাতে সাহায্য করে, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো বেইজিংকে কড়া মূল্য দিতে বাধ্য করবে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ