মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনকে না-হক হুমকি দেয়া বন্ধ করে, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেন ইস্যুতে নিজের ভুল পর্যালোচনা করা। কারণ, যুক্তরাষ্ট্র নিজেই ইউক্রেন-সংকটের অন্যতম সূচনাকারী।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নতুন শীতলযুদ্ধ সৃষ্টিতে সহায়ক হবে—এমন আচরণ বন্ধ করা এবং ইউক্রেন-সংকট সমাধানে দায়িত্বশীলতার পরিচয় দেয়া।
মুখপাত্র আরও বলেন, ইউক্রেন ইস্যুতে চীন বরাবরই ন্যায্য অবস্থান বজায় রেখে আসছে। এ অবস্থায় চীনের ওপর ভিত্তিহীন সন্দেহ করা ও চীনকে হুমকি-ধামকি দেয়া খুবই অন্যায্য কাজ। এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের সামিল।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে বা নিষেধাজ্ঞা কাটাতে সাহায্য করে, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো বেইজিংকে কড়া মূল্য দিতে বাধ্য করবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।