Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে প্রতিবাদ সমাবেশে বক্তারা-রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

 গত শুক্রবার ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফে মিয়ানমারে পরিচালিত শতাব্দীর ভয়াবহ রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আমিরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের পৌর-সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব মো: লিয়াকত আলী তালুকদার, বাসÐা ইউপি চেয়ারম্যান জনাব মোবারক হোসেন মল্লিক, জনাব অধ্যাপক রাজা রফিকুল ইসলাম, জনাব তাজুল ইসলাম চৌধুরী, জনাব জাহিদুল ইসলাম জাহিদ, জনাব মাওলানা মো: দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ‘মিয়ানমারের জাতিগত দাঙ্গা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বিশ্বব্যাপী পরিচালিত ধারাবাহিক মুসলিম নিধনের একটি পরিকল্পিত অংশ। তথাকথিত বৌদ্ধ সন্ন্যাসী এবং সামরিক বাহিনী কর্তৃক পাইকারী দরে মুসলমানদের নৃশংস হত্যা, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটসহ অব্যহত ন্যাক্কারজনক নারীধর্ষণ বিশ্ববিবেককে নাড়া দিলেও জাতিসংঘের ভূমিকায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি! শতাব্দীর এ ভয়াবহ মানবিকবিপর্যয়ে রোহিঙ্গা মুসলিমদের পাশে কোনো রাষ্ট্রই কার্যকর সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, দেইনি আমরাও, মুসলমান হিসেবে, মানুষ হিসেবে এটা আমাদের ব্যর্থতা।’
বক্তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে অগ্রসর হওয়ার আহŸান জানিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মুসলিম বিশ্বকে সাথে নিয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেছারাবাদ

১১ ডিসেম্বর, ২০২১
১২ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ