মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে পশ্চিমা নতুন নতুন অস্ত্র সহায়তার প্রেক্ষিতে রাশিয়া তাদের পরবর্তী পর্যায়ের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর রয়টার্সের।
দেশটির বিরুদ্ধে রুশ হামলা জোরদার করতে সামরিক বাহিনীকে মস্কোর নির্দেশের একদিন পরেই রোববার (১৭ জুলাই) এমন মন্তব্য করেছেন ইউক্রেনের সেনা কর্মকর্তারা।
যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে সহায়তা দিতে দূরপাল্লার পশ্চিমা অস্ত্রের চালানের পরপরই রকেট এবং মিসাইল হামলা জোরদার করেছে রুশ বাহিনী।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মুখপাত্র ভাদিম স্কিবিটস্কি বলেন, ক্ষেপণাস্ত্র হামলা শুধু আকাশ ও সমুদ্র থেকেই নয়, আমরা পুরো ফ্রন্ট লাইন জুড়ে হামলা দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, কৌশলগত বিমান চলাচল এবং আক্রমণকারী হেলিকপ্টারের সক্রিয় ব্যবহার দেখা যাচ্ছে। এটা পরিস্কার যে পরবর্তি পর্যায়ের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
এদিকে গত শনিবার, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অভিযান জোরদারের নির্দেশ দেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।