Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের উত্থানে পশ্চিমাদের আধিপত্য শেষের পথে

সেমিনারে টনি ব্লেয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ১১:৫৯ পিএম

রাশিয়ার সঙ্গে অংশীদারত্বের জোরে সুপারপাওয়ার হিসাবে চীনের উত্থানে পশ্চিমাদের আধিপত্যের দিন শেষের পথে চলে আসছে- ইউক্রেন যুদ্ধই তা দেখিয়ে দিচ্ছে। কয়েক শতাব্দীর মধ্যে এ এক অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তন বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা সোভিয়েত ইউনিয়নের পতনের সময়ের তুলনায় বিশ্ব এখন এক মোড় পরিবর্তনের মুখে আছে। কিন্তু এবারে পশ্চিমারা আর স্পষ্টতই আধিপত্যের জায়গায় নেই। ইউক্রেনের পর, পশ্চিমা নেতৃবৃন্দের জন্য এখনকার শিক্ষা কী? শীর্ষক এক ভাষণে ব্লেয়ার বলেন, আমরা পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের সমাপ্তির দিকে চলে আসছি। এই বিশ্ব অন্তত দ্বিমেরু এবং সম্ভবত বহু-মেরু হতে চলেছে। এ শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক পরিবর্তন রাশিয়া নয়, চীনের কাছ থেকেই আসবে। ইউক্রেনে রুশ অভিযানের জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি ঘটেছে।

রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে পশ্চিমারা অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে বলে সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ প্রেক্ষাপটে ক্রেমলিন বলেছে, রাশিয়া চীন এবং ভারতের সঙ্গে সখ্য বাড়াবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও রুশ প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দিয়েছেন এবং মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। চীনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ গড়ে তুলেছেন পুতিন।

চীনের অর্থনীতির পরিসর আগে সেই ১৯৭৯ সালে ইতালির চেয়ে ছোট থাকলেও পরে বিদেশি বিনিয়োগ উন্মুক্ত করে এবং বাজার সংস্কার চালু করে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে। কয়েক দশকের মধ্যেই চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে টপকে যেতে পারে বলে পূর্বাভাস আছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ