মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন। সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে। খবর আল-মায়াদ্বিনের।
ইউক্রেনের দোনবাস এলাকা সফরকালে শৌইগু রুশ কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ছাড়া ইউক্রেনের সেনারা দনবাসের বেসামরিক জনগণের ওপর যে গোলাবর্ষণ করছে তা ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন।
চলমান সামরিক অভিযানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কর্নেল জেনারেল আলেকজান্ডার লাপিন এবং মেজর জেনারেল আসাদুল্লাহ আবাচেভকে ‘গোল্ড স্টার’ পদকে ভূষিত করেন।
শীর্ষ পর্যায়ের এই দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ভূষিত করার ডিক্রিতে প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন আগেই সই করেছিলেন।
এদিকে, মুহুর্মুহু হামলা চলছে খারকিভে। অঞ্চলটির দুই শহরে অন্তত ছয়জন নিহত হয়। বিধ্বস্ত হয় প্রশাসনিক দফতর, আবাসিক ভবন ও স্কুল। নিপ্রো শহরের একটি কারখানায় রুশ হামলায় মৃত্যু হয় তিনজনের। বিধ্বস্ত হয় আশপাশের রাস্তাঘাট।
মস্কোর দাবি, মিসাইল তৈরি হতো কারখানাটিতে। ভিনিৎসিয়ায় রকেট ছোঁড়া হয় একটি মেডিকেল সেন্টারে হামলা। ওডেসায় একটি বাণিজ্যিক ভবনে রকেট হামলার পর আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলার ৭০ শতাংশই আবাসিক এলাকায় চালায় রুশ সেনারা। বাকি ৩০ ভাগ হয় সামরিক স্থাপনায়। দক্ষিণাঞ্চলে পাল্টা আক্রমনের দাবি ইউক্রেনীয় বাহিনীর। কিছু এলাকা পুনরুদ্ধারের কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।