Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের বিখ্যাত থিয়ানচিনের বড় মসজিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ৭:৫৪ পিএম

চীনের বিখ্যাত বন্দর নগরী এবং টুরিস্ট স্পট থিয়ানচিন। এখানকার বড় মসজিদ বা থিয়ানচিন গ্রেট মস্ক পুরো চীনে বিখ্যাত। থিয়ানচিন সিটির হোংছিয়াও ডিসট্রিক্টে এই মসজিদ অবস্থিত। ছিংচেন লেন, চেনবু স্ট্রিটে এই মসজিদ।

মসজিদটি কবে নির্মিত হয় তা নিয়ে কিছুটা মতভেদ আছে। অনেকের মতে ছিং রাজবংশের শাসনামলে (১৬৪৪-১৯১১) প্রথমদিকে এটি নির্মিত হয়। আবার কারও কারও মতে মিং রাজবংশের( ১৩৬৮-১৬৪৪) সময়ই এখানে মসজিদ গড়ে উঠেছিল। মোটামুটিভাবে বলা চলে সপ্তদশ শতকের মাঝামাঝি কোন সময়ে এটি নির্মিত হয়েছে।

এরপর অনেক বার মসজিদটি সংস্কারের ফলে বর্তমান চেহারা নিয়েছে। ৫০০০ বর্গমিটার এলাকা নিয়ে মসজিদ গড়ে উঠেছে। পুরনো ভবনটি ২২০০ বর্গমিটার। মূল ভবনে রয়েছে প্রবেশ ফটক, ফটক ভবন, নামাজ কক্ষ, খুতবা কক্ষ, ওযুখানা ইত্যাদি। নামাজকক্ষের মধ্যে একটি বড় হলঘর এবং সংলগ্ন ছোট হলঘর। এর চারপাশ ঘিরেও বিভিন্ন প্যাভিলিয়ন আছে।

ইটের কাজের অনবদ্য কিছু নিদর্শন রয়েছে। বিশেষ করে ইটের উপর ফুল লতাপাতার নকশা খুবই মনোগ্রাহী। ছোট ছোট ফলকে চীনাভাষা ও আরবী ভাষায় কোরআনের আয়াত লেখা রয়েছে। ক্যালিগ্রাফির কিছু চমৎকার নিদর্শনও আছে। এগুলো মূলত ছিং রাজবংশের সময় উৎকীর্ণ হয়েছে। আল কোরআনের দুটি মিনিয়েচার সংস্করণ এখানে রয়েছে যা খুবই মূল্যবান। গেট টাওয়ারে রয়েছে ইটের কাজের কিছু চমৎকার শিল্পকর্ম যেখানে থিয়ানচিন শহরের প্রাচীন কিছু দৃশ্য আঁকা হয়েছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ