Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশকে লজ্জা দিলো ভারত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এসিসি এশিয়া কাপ টি-২০তে শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথমবারের মতো ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে থাইল্যান্ড যাওয়া রুমানারা হেরে গেছে বড় ব্যবধানে। টুর্নামেন্টের ফেভারিটদের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতাই করতে পারেনি বাংলাদেশ, হেরেছে ৬৪ রানে। গতকাল ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১১৮ রান করে ভারত। জবাবে ১৮ ওভার ২ বলে ৫৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আন্তর্জাতিক নারী ক্রিকেটে এটিই সর্বনিন্ম রানের লজ্জা। এর আগে বাংলাদেশের বিপক্ষে করা শ্রীলঙ্কান নারী দলের ৫৭ রানই ছিলো এই লজ্জার অংশীদার।
লক্ষ্য তাড়ায় কখনই জয়ের মতো অবস্থানে যেতে পারেনি বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভারে শূন্য রানে ফিরেন নিগার সুলতানা। ছয় জন ফিরেন ১ রান করে! খাদিজা তুল কুবরা অপরাজিত থাকেন ১ রানে। সর্বোচ্চ ১৮ রান আসে শায়লা শারমিনের ব্যাটে। এই রান করতে ৩৬ বল খেলেন তিনি। ২২ বলে ১৭ রান করেন সালমা খাতুন। বাংলাদেশের একমাত্র চার আসে তার ব্যাট থেকেই। ১৩ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পুনম যাদব। দুটি করে উইকেট নেন অনুজা পাতিল ও ঝুলন গোস্বামি।
এর আগে মিতালি রাজ ও স্মৃতি মানধানার ৭০ রানের উদ্বোধনী জুটির সুবাদে বড় সংগ্রহ গড়ে ভারত। ৩২ বলে ৬ চারে ৪১ রান করেন মানধানা। দুটি চারে ৪৯ রানে অপরাজিত থাকেন মিতালি। অধিনায়ক হারমানপ্রিত কাউরের দুটি চার ও একটি ছক্কায় করেন ১৯ রান। ১২ রানে দুই উইকেট নিয়ে খাদিজা বাংলাদেশের সেরা বোলার। জাহানারা আলম ও রিতু মণি নেন একটি করে উইকেট।
উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র ভারতের বিপক্ষে কোনো সংস্করণে জয় নেই বাংলাদেশের মেয়েদের। আগের তিন ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টির সবকটিতেই হেরেছিল তারা। সেই অপূর্ণতা ঘোচানো ছিল এবারের আসরে রুমানাদের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু অপেক্ষা আরও বাড়লই কেবল।
একই ভেন্যুতে দিনের অপর ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান নারী দল। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায় নেপাল। দুটি করে উইকেট নেন আনাম আমিন, সানা মীর ও সাদিয়া ইউসূফ। একটি করে শিকার আসমাভিয়া এবং বিসমাহ মারুফের। জবাবে ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই এই ছোট্ট লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আয়েশা। ১৬ রানে অপরাজিত ছিলেন জাভেরিয়া। একমাত্র হারানো আয়েশাও শিকার রান আউটের।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ২০ ওভারে ১১৮/৬ (মিতালি ৪৯*, মানধানা ৪১, কাউর ১৯; খাদিজা ২/১২, পান্না ০/১২, নাহিদা ০/২২, সালমা ০/১৬, রুমানা ০/১৯, জাহানারা ০/১৭, রিতু ১/২০)।
বাংলাদেশ : ১৮.২ ওভারে ৫৪ (সানজিদা ১, নিগার ০, শারমিন ১৮, রুমানা ১, সালমা ১৭, আয়েশা ৬, রিতু ১, জাহানারা ১, নাহিদা ১, পান্না ১, খাদিজা ১*; গোস্বামি ২/১০, বিস্ত ১/২, পাতিল ২/৭, যোশি ১/৮, পুনম ৩/১৩)।
ফল : ভারত ৬৪ রানে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ