নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ভিসাখাপত্তনম টেস্টে হারের ময়নাতদন্তে টস ভাগ্যকে ম্যাচের ফল নির্ধারক হিসেবে উল্লেখ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। গতকাল শুরু হওয়া মোহালি টেস্টে সেই টস ভাগ্যে এবার আসল তার অনুকূলে। তবে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপে জয়ী হলেও দিন শেষে এগিয়ে বিরাট কোহলির ভারত। প্রথম দিন শেষে ইংলিশদের ৮ উইকেটে ২৬৮ রানের স্কোরবোর্ড তো সেই কথাই বলে।
ইনিংসের শুরতে দুই-দুবার জীবন পেলেন কুক (২৭)Ñ তৃতীয় ওভারে তৃতীয় ¯িøপে দাঁড়িয়ে প্রথমবার ক্যাচ ছাড়লেন রবীন্দ্র জাদেজা, দ্বিতীয়বার কুকের অলস ভঙ্গিতে নেয়া ভাসানো শট মিড উইকেট থেকে বেরিয়ে গেল রভিচন্দ্রন আশ্বিনের হাত গলে। দুই বারই হতভাগ্য বোলার ছিলেন মোহাম্মাদ সামি। ১০ মিনিট পর বলে এসে সেই দায় মেটান আশ্বিন। ৫১ রানে ২ উইকেট হারানোর পর তার পরের ওভারেই আশ্বিনের শর্ট ওয়াইড ডেলিভারিতে ইংলিশ অধিনায়কের উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আসাটা ছিল খুবই দৃষ্টিকটু। দিন শেষে এটিই যেন প্রতীক হয়ে থাকল ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার।
প্রমোশোন পেয়ে ৪ নম্বরে নামা মঈন আলীও ফেরেন মধ্যাহ্ন বিরতির আগে। চা বিরতির আগ পর্যন্ত বেন স্টোকসের (২৯) উইকেটটি হারিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আরেক প্রমোশন পাওয়া ব্যাটসম্যান (ছয় থেকে পাঁচে) জনি বেয়ার’শ। এরপর দলে ফেরা জস বাটলারকে (৪৩) নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ (ইনিংস সর্বোচ্চ ৬৯) জুটিতে নেতৃত্ব দেন ইংলিশ উইকেটকিপার। শেষ সেশনের বাকি ৭টা ওভার কাটিয়ে দিতে পারলে হয়তো দিন শেষে খুব বেশি পিছিয়ে থাকত না ইংল্যান্ড। কিন্তু এসময় বেয়ার’শ ও ক্রিস ওকসকে ফিরিয়ে স্বাগতিকদের এগিয়ে রাখেন দুই যাদবÑ উমেশ ও জয়ন্ত। তারপরও সফরকারী ইনিংসকে কিছুটা দৃষ্টিনন্দন হয় বেয়ার’শর ৮৯ রানের কল্যাণে। কোহলির বোলিং অস্ত্রগুলোও গর্জে ওঠে একসঙ্গে। দুটি করে উইকেট নিয়ে বেশি কার্যকারিতার প্রমাণ দেন দুই যাদব ও জাদেজা, একটি করে নেন আশ্বিন ও সামি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৬৮/৮ (কুক ২৭, হামিদ ৯, রুট ১৫, মঈন ১৬, বেয়ার’শ ৮৯, স্টোকস ২৯, বাটলার ৪৩ রশিদ ৪*, বাটি ০*; সামি ১/৫২, উমেশ ২/৫৮, জয়ন্ত ২/৪৯, আশ্বিন ১/৪৩, জাদেজা ২/৫৬)।
প্রথম দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।