নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টানা ৬৬০ বল পর প্রথম শ্রেণির ক্রিকেটে কার্যকরী কোনো উইকেট পেলেন নাথান লায়ন। শুধু উইকেটক্ষরা কাটিয়েই থেমে থাকেননি অস্ট্রেলীয় স্পিনার। অ্যাডিলেডে গতকাল শেষ সেশনে মূল্যবান ৩ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যাকফুটে দিয়েছেন তিনিই। অথচ স্টিভ ও’কেফে গোড়ালির চোটে না পড়লে হয়তো এই টেস্টেও খেলা হতো না লায়নের। সেই লায়নেই এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রথম জয়ের অপেক্ষায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে প্রটিয়ারা এগিয়ে ৭০ রানে, হাতে মাত্র ৪ উইকেট।
লায়ন তৃতীয় দিনের নায়ক হলে শূন্য রানে ডেন এলগার ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ও প্রটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ফিরিয়ে পার্শনায়ক মিচেল স্টার্ক। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর হাশিম আমলার সাথে ৮১ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন স্টিফেন কুক। এরপর ডুমিনি (২৬), ডু প্লেসি (১২) ও বাভামা (২১) শুরু করেও ইনিংস টেনে লম্বা করতে পারেননি। এক পাশে দাঁড়িয়ে একে একে ছ’জন সতীর্থকে ফিরে যেতে দেখেন কুক। দিন শেষে তাদের স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৯৬ রান। ৮১ রান নিয়ে ব্যাটে থাকা কুক ও কুইন্টন ডি ককই (০*) এখন প্রটিয়াদের শেষ ভরসা।
এর আগে ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৮৩ রানে। আগের দিনই শতকের দেখা পাওয়া উসমান খাজা ফেরেন ব্যক্তিগত ১৪৫ রানে। অর্ধ শতক তুলে নিয়ে কার্যকরী ভূমিকা রাখেন স্টার্কও (৫৩)।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২৫৯/৯ (ডি.) ও ৬৯ ওভারে ১৯৪/৬ (কুক ৮১*, এলগার ০, আমলা ৪৫, ডুমিনি ২৬, ডু প্লেসি ১২, বাভুমা ২১, অ্যাবট ০, ডি কক ০*; স্টার্ক ২/৭১, হ্যাজেলউড ১/২২, বার্ড ০/৪২, লায়ন ৩/৪৮, ওয়ার্নার ০/৫)।
অস্ট্রেলিয়া : ১২১.১ ওভারে ৩৮৩ (আগের দিন ৩০৭/৬) (খাজা ১৪৫, স্টার্ক ৫৩, হ্যাজেলউড ১১*, লায়ন ১৩, বার্ড ৬; ফিল্যান্ডার ২/১০০, অ্যাবট ৩/৪৯, রাবাদা ৩/৮৪, শামসি ১/১০১, ডুমিনি ০/২৫, এলগার ০/১১, বাভুমা ০/১)।
তৃতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।