নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ২৮তম জাতীয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। মিরপুর সুইমিং কমপে¬ক্সে ¯িপ্রং বোর্ড না থাকায় আসরের ডাইভিং প্রতিযোগিতা নৌবাহিনী ডাইভিং পুলে অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী প্রতিযোগিতা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। জাতীয় সাঁতারে জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, সার্ভিসেস দল ও সুইমিং ক্লাবসহ মোট ৫৯ টি দলের ৩৩৪ জন ছেলে, ৮৬ জন মেয়ে ৮৬ জন টীম অফিসিয়াল এবং ১০০ জন কর্মকর্তাসহ মোট ৫১৬ জন অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার বাজেট নির্ধারণ হয়েছে ২০ লক্ষ টাকা। যার পুরোটাই দিচ্ছে সাঁতার ফেডারেশন। মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আসরের সাঁতার প্রতিযোগিতায় অনুর্ধ্ব-১৯ পুরুষ ও মহিলা বিভাগে ৩৮টি, ডাইভিংয়ে ৩টি এবং ওয়াটার পোলোতে ১টি স্বর্ণ পদকের জন্য লড়বেন প্রতিযোগিরা। আজ সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজ। এসময় যুগ্ম সম্পাদক ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক এম বি সাইফ (বি মোল্লা), কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হোসেন বাদশা ও সদস্য মাহফুজা রহমান তানিয়া উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।