Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্ত:জেলা বয়সভিত্তিক নারী সাঁতার শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ৮:২৪ পিএম

দেশের ১৯ জেলার প্রায় শতাধিক সাঁতারুদের অংশগ্রহণে শুরু হয়েছে প্রথম সুলতানা কামাল আন্ত:জেলা বয়সভিত্তিক নারী সাঁতার প্রতিযোগিতা। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুক্রবার কিশোরী সাঁতারুদের এই উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় কমপ্লেক্সের সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিক প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার তিনটি গ্রুপে খেলা হচ্ছে নয়টি ইভেন্টে। ৮-১০, ১১-১২ ও ১৩-১৪ তিনটি বয়সভিত্তিক গ্রুপের ইভেন্টগুলো হলো- ১০০ মিটার ব্যাকস্ট্রোক, ৫০ মিটার ব্যাকস্ট্রোক, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ১০০ মিটার ফ্রিস্টাইল, ৫০ মিটার ফ্রিস্টাইল, ১০০ মিটার বাটার ফ্লাই, ৫০ মিটার বাটার ফ্লাই ও ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলে। অংশগ্রহণকারী জেলাগুলো হচ্ছে- বান্দরবান, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, বাগেরহাট, রাজবাড়ি, মাদারীপুর, ঢাকা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও শরীয়তপুর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ