নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের সাঁতার বর্তমানে হ্যান্ড টাইমিং নির্ভরশীল। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের ইলেক্ট্রনিক স্কোরবোর্ড প্রায় তিন বছর ধরে নষ্ট থাকায় সাঁতারুরা পড়েছেন বিপাকে। বিভিন্ন প্রতিযোগিতায় তারা নিজেদের টাইমিংয়ের মানটাও ঠিকমতো জানতে পারেন না। বাধ্য হয়েই হ্যান্ড টাইমিংয়ের উপরই ভরসা করতে হয় তাদের। হ্যান্ড টাইমিংয়ে আস্থা রেখেই সাঁতার ফেডারেশন আজ শুরু করছে বঙ্গবন্ধু ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতা। আসরের ৪২টি ইভেন্টে প্রায় ছয়শ’ সাঁতারু অংশ নেবেন। যার মধ্যে পুরুষ ও নারী বিভাগে ১৯টি করে ইভেন্ট এবং পুরুষদের তিনটি ডাইভিং ও একটি ওয়াটারপোলো ইভেন্ট রয়েছে। মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ব্যক্তিগত স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক বাদেও দলগতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেওয়া হবে। জাতীয় দলের ক্যাম্পে থাকা ২১ জন সাঁতারুদের মধ্যে এবারের জাতীয় আসরে অংশ নেবেন সাতজন। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের জেনারেল ম্যানেজার ছানাউল হক বকুল উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।