Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে ট্রেনের নিচে ঝাঁপিয়ে যুবকের আত্মহত্যা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ২:০৭ পিএম

নীলফামারীর ডোমার রেল স্টেশনে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন রেল স্টেশন পাড়া এলাকার স্যান্ডেল ব্যবসায়ী জবা ইসলাম(২৭) নামে এক যুবক।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করে ওই যুবক।
আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম জানান, জবা ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর থেকে রেল স্টেশনপাড়ায় তার নানীর কাছেই থেকেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই জবার মানসিক সমস্যা ছিলো এর আগেও সে কয়েকবার বিভিন্ন কারনে আত্মহত্যা করার চেষ্টা করেছিলো ।
পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়ার জবার নানি খদেজা বেগম (৬০) বলেন, প্রায় এক মাস থেকে জবার সাথে তার স্ত্রী চিলাহাটি খানকা শরিফ এলাকার মাছ ব্যবসায়ী সলেমান আলীর মেয়ে মোছাঃ মনিরা’র সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লাগতো। ঈদের আগে জবার স্ত্রী মনিরা তার ঘরের জিনিসপত্র সহ জবার ৫ বছর বছরের শিশু মনির হোসেনকে তার নানার বাড়ি নিয়ে যায়।
জবার নানী আরো বলেন, জবা তার স্ত্রী মনিরাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য গেলে তার স্ত্রী তার বাড়ি আসবে না এবং জবাকে বলে ‘তুই তোর বাড়ি গিয়ে ভিক্ষা করে খা’।
এলাকাবাসী জানায়, জবার ছোটবেলা থেকে মাথার সমস্যা ছিলো এর আগেও সে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলো, এলাকার লোকজন তাকে বিভিন্ন সময় আত্মহত্যার হাত থেকে রক্ষা করে। জবার মৃত্যুর সংবাদ দেয়া হলেও তার স্ত্রী ঘটনাস্থলে আসেনি বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানান, মৃত ব্যাক্তির বাবার লিখিত আবেদনের ভিত্তিতে লাশ তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ