মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য রফতানিতে রাশিয়ার সাথে চুক্তি হলে কেবল দু’দেশই নয়, বরং লাভবান হবে পুরো বিশ্ব। বুধবার (১৪ জুলাই) নিউইয়র্কে এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
দু’দেশের মধ্যে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানান জাতিসংঘ মহাসচিব। আগামী সপ্তাহে চূড়ান্ত কোনো চুক্তি হতে পারে বলে আশাবাদ জানান তিনি। আলোচনার উদ্যোগের প্রশংসা করে মস্কো-কিয়েভ দু’পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান গুতেরেস।
এর আগে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার দাবি করেন, প্রাথমিকভাবে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। বুধবার তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের কূটনীতিকরা। ছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই কৃষ্ণ সাগর থেকে রফতানির পথ বন্ধ করে দেয়া হয়। ২ কোটি টনের বেশি শস্য আটকে আছে ওডেসা বন্দরে। যার কারণে বিশ্ববাজারে তৈরি হয়েছে খাদ্যপণ্যের সঙ্কট, বেড়েছে দাম। সূত্র: ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।