Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ঘোর সঙ্কটে জার্মানি

মস্কোকে শতাধিক ড্রোন সরবরাহ করবে ইরান খারকিভের মুক্ত শহরগুলো ইউক্রেনে ফিরে যাবে না : কর্তৃপক্ষ নৌবাহিনীর জন্য নতুন ব্যালাস্টিক মিসাইল তৈরি করেছে রাশিয়া ইউক্রেনের জনগণকে নাগরিকত্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০১ এএম

রাশিয়া থেকে জার্মানিতে গ্যাসের সরবরাহ যায় এরকম একটি প্রধান গ্যাস পাইপ-লাইনে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। রাশিয়া বলছে, রক্ষণাবেক্ষণের জন্য বাল্টিক সাগর দিয়ে যাওয়া নর্ডস্ট্রিম ওয়ান পাইপ-লাইনটি ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

কিন্তু জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক হুঁশিয়ারি দিয়েছেন যে, গ্যাসের সরবরাহ যদি আবার চালু না হয়, সেরকম পরিস্থিতির জন্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে। তিনি অভিযোগ করেন যে, ইউক্রেন যুদ্ধের ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে ক্রেমলিন এখন গ্যাসকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হাবেক স্বীকার করেন যে জার্মানি রাশিয়ার গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। তবে তিনি বলেন, তরলায়িত গ্যাস (এলএনজি) আনার জন্য জার্মানির দুটি ভাসমান গ্যাস টার্মিনাল এবছরের শেষ নাগাদ চালু হয়ে যাবে।

গত জুন মাসের মাঝামাঝি রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাযপ্রম নর্ড স্ট্রিম ওয়ান গ্যাস পাইপ-লাইন দিয়ে গ্যাসের সরবরাহ এটির পূর্ণ ক্ষমতার ৪০ শতাংশে নামিয়ে আনে। রাশিয়া তখন বলেছিল, রক্ষণা-বেক্ষণ কাজের জন্য যেসব যন্ত্রপাতি জার্মানির সিমেন্স এনার্জির কাছে পাঠানো হয়েছিল, সেগুলো সময় মতে ফেরত না আসার কারণে এটি ঘটেছে। জার্মানিতে এমন আশংকা দেখা দিয়েছে যে এই গ্যাস পাইপ-লাইন হয়তো আদৌ আবার খুলবে না। সে ক্ষেত্রে জার্মানির গ্যাস সংরক্ষণাগারগুলো শীতের জন্য পুরোপুরি ভরে রাখা যাবে না।

জার্মানির শিল্পখাত ও বসতবাড়িগুলো রুশ গ্যাসের ওপর বিপুলভাবে নির্ভরশীল। অন্য কিছু ইউরোপিয়ান দেশেও গ্যাস সরবরাহের ওপর এর প্রভাব পড়তে পারে। প্রতি বছরের গ্রীষ্মে গ্যাস পাইপ-লাইনে রক্ষণা-বেক্ষণ কাজ চালানো স্বাভাবিক ঘটনা, কারণ গ্রীষ্মে গ্যাসের চাহিদা কম থাকে। গ্যাস পাইপ-লাইন বন্ধ থাকায় ইতালিতেও এর প্রভাব পড়েছে। ইতালির একটি জ্বালানি কোম্পানি ‹এনি› বলছে, গত কয়েকদিনের গড় সরবরাহের তুলনায় সোমবার তারা রাশিয়ার গ্যাযপ্রমের কাছ থেকে এক তৃতীয়াংশ কম গ্যাস পাবে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়া হয়তো ইউরোপে গ্যাসের সরবরাহ একদম বন্ধ করে দিতে পারে এবং ইউরোপকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। রাশিয়া এরই মধ্যে পোল্যান্ড, বুলগেরিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং ফিনল্যান্ডে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে গ্যাসের দাম পরিশোধের নতুন ধরণের এক ব্যবস্থা মানতে অস্বীকৃতি জানানোর পর। নর্ড স্ট্রিম ওয়ান গ্যাস পাইপ-লাইন দিয়ে চেক প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়াতেও গ্যাসের সরবরাহ যায়, তবে এই দুটি দেশে রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ভিন্ন একটি পাইপ-লাইনেও গ্যাস যায়।

যদি রাশিয়া থেকে হঠাৎ করে জার্মানিতে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়, এটি দেশটিকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে। কারণ জার্মানির পুরো শিল্প খাতই রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। অনেক আবাসিক গ্যাস সংযোগও রাশিয়ার গ্যাস ব্যবহার করে। ইউরেশিয়া গ্রুপের একজন জ্বালানি বিশ্লেষক হেনিং গ্লয়স্টাইন বলেন, ‘যদি অগাস্টের শুরু নাগাদ নর্ড স্ট্রিম ওয়ান দিয়ে গ্যাসের সরবরাহ আর চালু না হয়, জার্মান সরকারকে গ্যাস নিয়ে তিন নম্বর সতর্ক সংকেত জারি করতে হবে, যেটা ওদের সর্বোচ্চ সংকেত।’
রাশিয়াকে শতাধিক ড্রোন সরবরাহ করবে ইরান : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আগামী সপ্তাহে তেহরান সফরে যাচ্ছেন। এর কারণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে, ইরান রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য শত শত সশস্ত্র ড্রোন সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত করে যে, তেহরান ‘দ্রুত সময়ে রাশিয়াকে কয়েকশ ইউএভি সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে’। ‘আমাদের তথ্য আরও ইঙ্গিত করে যে ইরান রাশিয়ান বাহিনীকে এ ইউএভিগুলি ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেয়ার প্রস্তুতি নিচ্ছে, প্রাথমিক প্রশিক্ষণ সেশনগুলি জুলাইয়ের প্রথম দিকে শুরু হবে।’

সুলিভান যোগ করেছেন যে, মার্কিন প্রাপ্ত তথ্যগুলি এই মতামতকে সমর্থন করে যে ইউক্রেনে রাশিয়ার ভারী বোমা হামলা, যা সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশটির পূর্বের এলাকাগুলোকে একীভূত করতে পরিচালিত করেছে, ‘তার নিজস্ব অস্ত্র টিকিয়ে রাখার জন্য একটি মূল্যে আসছে’। সুলিভান বলেন, ইরান এখনো রাশিয়াকে কোনো ড্রোন দিয়েছে কিনা তা পরিষ্কার নয়। তিনি উল্লেখ করেছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সউদী আরবে হামলার জন্য ইরানের ড্রোন ব্যবহার করেছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন যে, পুতিন আগামী সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের সাথে আলোচনার জন্য ইরানের রাজধানী সফর করবেন। এরদোগান, যিনি নিজেকে যুদ্ধে দুই দেশের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরেছেন, সোমবার পুতিন এবং তার ইউক্রেনীয় সমকক্ষ ভলোদিমির জেলেনস্কির সাথে ইউক্রেনের পরিস্থিতি এবং শস্যের চালান নিয়ে আলোচনা করার জন্য টেলিফোন করেছেন। এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে যে, পুতিন আগামী সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা করতে তেহরান সফর করবেন।

খারকভের মুক্ত শহরগুলো ইউক্রেনে ফিরে যাবে না : ইউক্রেনীয় কর্তৃপক্ষ আর কখনোই খারকভ অঞ্চলের মুক্ত করা এলাকাগুলিকে নিয়ন্ত্রণ করবে না, খারকভ অঞ্চলের অন্তর্র্বতী বেসামরিক প্রশাসনের প্রধান ভিটালি গানচেভ এ কথা বলেছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস এর সাথে একটি সাক্ষাতকারে গানচেভ বলেছেন, এই অঞ্চলটি রাশিয়ার কাছ থেকে ব্যাপক সহায়তার উপর নির্ভর করছে। ‘আমাদের ব্যাপক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ ইউক্রেন এখানে ফিরছে না।’ তিনি বলেছেন, ‘এবং যখনই আমাকে জিজ্ঞাসা করা হয় যে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ফিরে আসবে কিনা, আমি সবাইকে বলি যে না, এই নাৎসিদের কেউই এখানে ফিরে আসবে না, আমরা একটি স্বাভাবিক জীবন গড়ে তুলব।’

নৌবাহিনীর জন্য নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে রাশিয়া : রাশিয়া একটি নতুন ‘এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কিলার’ তৈরি করছে – এটি হচ্ছে নৌবাহিনীর জন্য হাইপারসনিক যুদ্ধ সরঞ্জাম সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জিমিভিক। সামরিক বিভাগের ঘনিষ্ঠ দুটি সূত্র এবং সামরিক-শিল্প কমপ্লেক্স তাস কে জানিয়েছে। ‘হাইপারসনিক যুদ্ধ সরঞ্জাম সহ জিমিভিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দীর্ঘকাল ধরে তৈরি করা হয়েছে। এটি বৃহৎ পৃষ্ঠের লক্ষ্যবস্তু, প্রাথমিকভাবে বিমানবাহী জাহাজগুলিকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হবে,’ একটি সূত্র জানিয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর উপকূলীয় ক্ষেপণাস্ত্র ইউনিটগুলির সাথে পরিষেবাতে প্রবেশ করতে পারে। একটি সূত্র যোগ করেছে যে, এর বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে, জিমিভিক একই শ্রেণীর চীনা ক্ষেপণাস্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ - ডিএফ-২১ডি এবং ডিএফ-২৬ এর রেঞ্জ ৪ হাজার কিলোমিটার পর্যন্ত।

ইউক্রেনের জনগণকে নাগরিকত্ব দেবে রাশিয়া : ইউক্রেনের জনগণকে রুশ নাগরিকত্ব দেবে রাশিয়া, সেই লক্ষ্যে একটি ডিক্রি (সরকারি আদেশ) জারি করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নতুন এ ডিক্রির ফলে সব ইউক্রেনীয় রাশিয়ার নাগরিকত্ব পাবেন। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে। আদেশে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। এছাড়া আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে। সূত্র : আল-জাজিরা, তাস, দ্য গার্ডিয়ান, বিবিসি নিউজ, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ