Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছারছীনার পীর ছাহেবের উদ্বোধনী ভাষণের মাধ্যমে আজ শুরু হবে ছারছীনার মাহফিল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছারছীনা সংবাদদাতা : উপমহাদেশের ইসলামী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ, শতব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের, বাংলা অগ্রহায়ণের ১২৬তম ঈছালে ছওয়াব মাহফিল আজ (রোববার) বাদ মাগরিবের মধ্য দিয়ে শুরু হবে। আগামীকাল সোমবার মাহফিলের প্রথম দিন। ১৪, ১৫, ১৬ অগ্রহায়ণ ১৪২৩ বাংলা মোতাবেক- ২৮,২৯,৩০ নভেম্বর-২০১৬ খ্রিস্টাব্দ সোম, মঙ্গল ও বুধবার এই তিন দিন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর কোল ঘেঁষে ছারছীনা দরবারে এই মাহফিল চলবে। বুধবার যোহর নামাজ বাদ মাহফিলে আগত লক্ষ লক্ষ দীনদার ও ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে দেশ ও বিশ্বের কল্যাণ কামনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
আজ ছারছীনা শরীফের পীর আমিরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব-এর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সহকারী প্রচার সম্পাদক মাওলানা আ.জ.ম ওহিদুল আলম।
এদিকে মাহফিল উপলক্ষে ওলামা, খোলাফা তা’লীমদাতা পীরভাই, মোহেব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সকল সদস্য ও দীনদার মুসলমানগণ দেশের বিভিন্ন জায়গা থেকে ইতোমধ্যে দলে দলে জমায়েত হয়েছেন ছারছীনার মাহফিল ময়দানে। মাহফিল উপলক্ষে আগত ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ছারছীনার দরবারসহ গোটা উপজেলার আশপাশ এলাকা। জানাগেছে, মাহফিল চলাকালীন ওই তিন দিন পর্যন্ত সড়ক ও নদী পথে মাহফিলে আসা মুসল্লিদের ঢল অব্যাহত থাকবে। সরেজমিনে মাহফিল ময়দান ঘুরে দেখা গেছে, মাহফিলের প্যান্ডেলসহ প্রধান ফটকের কাজ সম্পূর্ণ শেষ পর্যায়ে। দ্রæতবেগে চলছে যাবতীয় ছোটখাটো কাজ। ধর্মপ্রাণ মুসলমান মেহমান ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে মাহফিলে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। সম্পূর্ণ হয়েছে মাহফিলে মেহমানদের জন্য ওযু-গোসল ও ইশতেনজা সারার ব্যবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছারছীনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ