Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফিশারী শ্রমিকের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ৩:২৬ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ফিশারীতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আলমগীর আলম (৩৫) নামে এক শ্রমীকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জুলাই) সকালে বেলটিয়া বালিয়ায় রবিন মোজাহীদের ফিশারীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আলমগীর আলম বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামের আব্দুল সালামের পুত্র।

জানা যায়, ফুলপুর উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে রবিন মোজাহীদের ফিশারীতে কাজ করেন আলমগীর আলম। সে প্রতিদিনের মত শুক্রবার সকাল ৭ টায় খাদ্য প্রদানসহ অন্যান্য কাজ করতে ফিশারীতে যায় এবং ফিশারীর পাড়ে মই বেয়ে উপরে উঠার সময় পিছন থেকে মটরের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। এ সময় তার পাশে আরও কয়েকজন শ্রমিক কাজ করতেছিল। শ্রমীক রাসেল তা দেখে ডাক চিৎকার দিলে অন্যরা এসে আলমগীর আলমকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফুলপুর থানায় একটি অপমৃত্যু মামলা নং- ৩৪/২২ রুজু হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহীদ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ