বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদার(৪০) এর হত্যা মামলার প্রধান আসামি অপর মোটরসাইকেল চালক ফরিদ শেখ(৩৮) ও ফরিদের ছেলে ২ নং আসামি আসিফ শেখকে(২০) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মাথায় মঙ্গলবার বেলা ২ টার দিকে খাজুরবাড়িয়া গ্রামের একটি নির্জন বাড়ির মুরগীর খোপের মধ্য হতে ঘাতক ফরিদকে গ্রেফতার করে পুলিশ । একই সময় বাগানের মধ্য হতে গ্রেফতার করা হয়েছে তার ছেলে আসিফকেও।
থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদসহ পুলিশের একটি বড় বহর ওই অভিযানে রয়েছেন। ঘটনাস্থল থেকে থানার এসআই মোশাররফ হোসেন এ খবরের সত্যতা নিশ্চত করেছেন।
এর আগে গতকাল সোমবার বেলা ২ টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে মোটরসাইকেল চালক বারইখালী গ্রামের(নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারকে তার ছেলে সাকিবের সামনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয় হত্যা করে ফরিদ ও তার সহযোগীরা। এসময় জাহাঙ্গীর এর ছেলে সাকিবও(২০) গুরুতর জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।