Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক লাঞ্ছনা: চার আসামি ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১:৩২ পিএম

নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেফতার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার (৩ জুলাই) দুপুর ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিশেষ নিরাপত্তার মধ্যে আসামিদের কারাগার থেকে নড়াইল সদর আমলি আদালতে আনা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমন।

ধর্ম অবমাননা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৭ জুন সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক লাঞ্ছনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ