পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেট অফিস : নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনাকারীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল বুধবার সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।
নিজের হাতে আইন তোলার অধিকার কারও নেই বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নিয়ে এই অপকর্ম করেছে তাদেরকে সরকার এক চুলও ছাড় দেবে না।’ মন্ত্রী আরো বলেন, ‘আমি নারায়ণগঞ্জের ওই শিক্ষককে লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতের জন্যে খালেদা জিয়া ৯৩ দিন আগুনযুদ্ধ চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পর পরাজিত হয়ে চক্রান্তের রাজনীতি জিইয়ে রাখতেই একটা ছকে গুপ্তহত্যা চলছে।’ তিনি বলেন, এই ছকেই ব্লগার, প্রকাশক, শিক্ষক, ইমাম ও পুরোহিতসহ সাধারণ মানুষ খুন হচ্ছে। খালেদা জিয়া জামায়াতে ইসলামী ও রাজাকারদের সঙ্গ না ছাড়া পর্যন্ত গুপ্তহত্যার জন্যে বিএনপিও তিনি সন্দেহের তালিকায় থাকবেন।
এরপর মন্ত্রী সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দলীয় কর্মী সভায় যোগদান করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া জঙ্গিবাদের পাহারাদার। বিএনপি জঙ্গিবাদ। ওই দলটি এখন আগুন সন্ত্রাসী উৎপাদনের কারখানাতে রূপ নিয়েছে। ইনু বলেন, শান্তি-সমৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য জাসদ কাজ করছে। জাসদ সব সময় দেশের স্বার্থে, জাতীর স্বার্থে ঐক্য করে। আমরা ঐক্যের মধ্যেই আছি। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যতের শান্তি-সমৃদ্ধি ও সুশাসন নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ভবিষ্যতের উপর। তিনি যদি জঙ্গি আর আগুন সন্ত্রাসীদের নিয়ে আবার দেশ দখল করেন তা হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়ে আবার পিছনে যেতে শুরু করবে। আর তাই খালেদা জিয়া এবং বিএনপিকে রাজনীতি থেকে বর্জন করতে হবে।
সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদের সভাপত্বি অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। চুন্নু তার বক্তব্যে বলেন, যারা কাউন্সিলে অযৌক্তিক দাবি তুলে ধরে দলত্যাগ করেছে তাদের জন্য জাসদের দরজা খোলা আছে। নিজেদের ভূল বুঝতে পেরে কেউ যদি দলে ফিরতে চান তা হলে আমাদের কোন আপত্তি নেই, ফিরতে পারেন। তাদের জন্য পদ রাখা আছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় নেতা বীরউত্তম সার্জেন্ট রফিকুল ইসলাম, জাসদ ঢাকা উত্তর সভাপতি ও কেন্দ্রীয় নেতা সফি উদ্দিন মোল্লা, সুনামগঞ্জ জেলা জাসদ সভাপতি আ.ত.ম সালেহ ও সিলেট জেলা জাসদ নেতা, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।