বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪জুন) সকাল ৮টা ৫০ মিনিটে বৃদ্ধের মৃতদেহ কাপ্তাই লেক হতে উদ্ধার করা হয়েছে। পারিবারিক সুত্রে জানাযায় কাপ্তাই বাঁশকেন্দ্র এলাকায় বসবাসরত মো.নুরুল আলম(৮০) বৃহস্পতিবার দুপুরে গরুর জন্য নৌকাযোগ পাশ্ববর্তী পাহাড়ে ঘাসকাটতে যায়। বিকালের মধ্যে ওই বৃদ্ব বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন পাহাড়ে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খুজে তার নৌকা ও ঘাসকাটার কাঁচি পাওয়া গেলেও বৃদ্বাকে পাওয়া যায়নি।১৮ ঘণ্টাপর কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় শুক্রবার বৃদ্ধের মৃতদেহ পাওয়ায়। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ঘাস কেটে মাথা ঘুরে অথবা স্ট্রোক করে পানির নিচে পড়ে যাওয়ায় বৃদ্ব আর উঠে আসতে না পাড়ায় তার মৃত্যু হয়। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।