Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপের সাথে যোগাযোগের আর প্রয়োজন নেই রাশিয়ার: ল্যাভরভ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ৬:৩৯ পিএম | আপডেট : ৬:৩৯ পিএম, ১৭ জুন, ২০২২

মস্কো সবসময় পশ্চিম এবং পূর্ব উভয়ের সাথেই যোগাযোগ রেখেছে, কিন্তু এখন ইউরোপের সাথে যোগাযোগ রাশিয়ার অগ্রাধিকারের অনুপস্থিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একটি টেলিভিশন সাক্ষাতকারে বলেছেন।

‘আমরা সর্বদা পশ্চিম, পূর্ব, উত্তর এবং দক্ষিণের সাথে কাজ করেছি। পশ্চিম সমস্ত যোগাযোগ ছিন্ন করার মুহুর্ত থেকে আমরা পূর্বের সাথে উদ্দেশ্যমূলকভাবে কাজ করেছি, আগের মতোই। আমরা পূর্বের সাথে যোগাযোগ বিস্তৃত করছি, বরাবরের মতো,’ ল্যাভরভ বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পাশে এনটিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কিন্তু নিখুঁত শর্তে এই যোগাযোগগুলি বাড়ছে, যদিও আপেক্ষিক শর্তে ইউরোপ আমাদের অগ্রাধিকার থেকে অদৃশ্য হয়ে গেছে।’

রোসকংগ্রেস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত চলছে। এই বছরের ফোরামটির নামকরণ করা হয়েছে: ‘নতুন বিশ্বে নতুন সুযোগ’।

এসএমই ফোরাম, ক্রিয়েটিভ বিজনেস ফোরাম, ড্রাগ সিকিউরিটি ফোরাম, এসপিআইইএফ জুনিয়র ডায়ালগ এবং এসপিআইইএফ স্পোর্ট উইকও এসপিআইইএফ ইভেন্টের অংশ হতে যাচ্ছে। তাস ইভেন্টের অফিসিয়াল ফটো হোস্টিং এজেন্সি এবং তথ্য অংশীদার হিসাবে কাজ করে। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ল্যাভরভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ