Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যা ও ভাঙন আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ২:০৭ পিএম

দুই দিনের বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তা নদীর পানি। তা অব্যাহত থাকলে যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করে পানি লোকালয়ে ঢুকতে পারে। এদিকে পানি বাড়তে থাকায় ভাঙন আতঙ্কে রয়েছেন তিস্তাপাড়ের মানুষ।
এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ছয়টি চর প্লাবিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন পাঁচ শতাধিক মানুষ।
টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, ‘বুধবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। ফলে নিম্নাঞ্চলে পানি ঢুকছে। ইতোমধ্যে মজিদপাড়া, টাবুরচর, পুর্ব খড়িবাড়ি, বাঘের চর, জিঞ্জিরপাড়াসহ ছয়টি এলাকায় পানি প্রবেশ করেছে।’
পানি বাড়তে থাকলে এসব এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
তিস্তা নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১২টার দিকে তা বিপৎসীমা বরাবর দিয়ে প্রবাহিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে। পুরো পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন। উজানের ঢলের কারণে পানি বাড়লেও পানি কমার সম্ভাবনা রয়েছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ