Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৭:৪৪ পিএম

নড়াইলের লোহাগড়ায় বাড়ির সামনের জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল করিম পটু (৫২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার বিকালে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম পটু (৫৫) তালবাড়িয়া গ্রামের মৃত নূরজালাল মোল্যার ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিলেন।


এলাকাবাসি সূত্রে জানা গেছে, নিহত রেজাউল করিম পটু’র বসতবাড়ি সংলগ্ন পায়ে চলাচলের রাস্তার জমি নিয়ে প্রতিবেশি ইজাজুল মোল্যার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে নড়াইলের আদালতে মামলা বিচারাধীন রয়েছে। নিহত রেজাউল করিম পটু নড়াইলে আদালতে মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সোমবার বিকালে তালবাড়িয়া দক্ষিনপাড়ায় পৌঁছালে প্রতিপক্ষ ইজাজুল মোল্যার নেতৃত্বে ৮/১০ জনের একদল দূর্বৃত্ত রামদা ও ছ্যানদা দিয়ে তার মাথায় ও কোমরে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসি মূমুর্ষ অবস্থায় পটুকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ