Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে দখলকৃত শহরে বাসিন্দাদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১০:৩১ এএম

দক্ষিণ ইউক্রেনে রুশ দখলদার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুটি শহরে স্থানীয় বাসিন্দাদের কাছে রাশিয়ার পাসপোর্ট বিতরণ শুরু করেছে। খারসান ও মেলিতোপোল শহরে পাসপোর্ট দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে।
ইউক্রেনের ভূখণ্ডে রুশ নাগরিক সৃষ্টিকে 'রাশিফিকেশন' বলে নিন্দা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এটাকে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলেও অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন করার চেষ্টা করছেন।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো খারসনের ২৩ জন বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয়। খারসনের হাজার হাজার বাসিন্দা রাশিয়ার পাসপোর্ট পেতে এর আগে আবেদন করেছিলেন।
খারসনে রাশিয়ার নিযুক্ত সামরিক গভর্নর ভলোদিমির সালদো বলেছেন, শহরটির বাসিন্দারা যত দ্রুত সম্ভব রাশিয়ার নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে আগ্রহ দেখিয়েছেন।
ইতোমধ্যেই ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্কে রুবলের ব্যবহার শুরু করেছে রাশিয়া। স্কুলগুলোতে রাশিয়ার পাঠ্যক্রম চালু করতে বলপ্রয়োগ করা হচ্ছে। তবে রুবল ব্যবহারের নির্দেশ মানছেন না খারসনের বাসিন্দারা। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ