Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিন পিংয়ের জিরো কোভিড নীতিতে অর্থ সঙ্কটে চীনের স্থানীয় প্রশাসন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৮:৩৭ পিএম

করোনা মোকাবিলায় দেশজুড়ে কঠোর জিরো কোভিড নীতি প্রণয়ন করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। তার এই নীতি বাস্তবয়ন করতে গিয়ে দেশটির স্থানীয় প্রশাসন অর্থনৈতিক সঙ্কটে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে- জিরো কোভিড নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে পিসিআর টেস্ট, করোনার টিকা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঢেলে সাঁজাতে হয়েছে। ফলে জনস্বাস্থ্যে অধিক ব্যয় হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তারা।

নিক্কেই এশিয়া জানিয়েছে, অর্থিক সংকটে পড়া চীনের স্থানীয় কিছু প্রশাসন এখন বাধ্য হয়ে জনগণের কাছ থেকে কোভিড টেস্টের জন্য টাকা রাখছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম উইবো-তে ব্যাপক সমালোচনা হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন- যাদের মধ্যে কোন ধরনের লক্ষণ নেই, গণহারে তাদেরও কেন পরীক্ষা করাতে বাধ্য করা হচ্ছে?

যাইহোক, চলতি বছরের প্রথম চার মাসে জাতীয় ও স্থানীয় পর্যায়ে চীনের চিকিৎসা ও স্বাস্থ্য ব্যয় ছিলো ৭৩০.৩ বিলিয়ন ইউয়ান ( ১১০ বিলিয়ন মার্কিন ডলার), যা আগের বছরের তুলনায় ৭.৫ শতাংশ এবং ২০১৯ সালের চেয়েও ২২ শতাংশ বেশি। অস্থায়ী হাসপাতাল নির্মাণ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনায় এই অর্থ ব্যয় করা হয়েছে।

ইতিমধ্যেই চীনের অর্থনীতিতে জিরো কোভিড নীতির বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এ বছরের প্রথম চার মাসে দেশটির রাজস্ব ৪.৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ