Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীন-ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেয়ার অপচেষ্টা করছেন যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৬:৪৩ পিএম

চীন-ভারত সীমান্ত ইস্যু নিয়ে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর কমান্ডারের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন কমান্ডার চীন-ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেয়ার অপচেষ্টা করছেন, যা ঘৃণ্য ও পরিত্যাজ্য।

মুখপাত্র বলেন, বর্তমানে চীন-ভারত সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সীমান্তের পশ্চিম সেক্টরের বেশিরভাগ এলাকায় দু’পক্ষের ফ্রন্ট-লাইন সৈন্যরা আর মুখোমুখি অবস্থানে নেই। এমন অবস্থায় মার্কিন কমান্ডার নতুন করে উত্তেজনা ছড়ানোর ও বিরোধের বীজ বপনের অপচেষ্টা চালাচ্ছেন। অথচ যে-কোনো ধরনের উত্তেজনা ঠেকানোর জন্যই যুক্তরাষ্ট্রের কাজ করা উচিত।

মুখপাত্র আরও বলেন, চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা আছে। তবে, এ সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। উভয় দেশই এব্যাপারে আন্তরিক। এ অবস্থায় তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।

প্রসঙ্গত, লাদাখে চীন যে ধরনের পরিকাঠামোগত কাজ করছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন লেন আমেরিকান সেনাবাহিনীর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিন। বুধবার তিনি বলেন, ‘চীনের এই পদক্ষেপের মোকাবিলা করার জন্য আমাদের জোট বাঁধতে হবে।’ সূত্র: সিআরআই।

 



 

Show all comments
  • cccccccccccccccccccxxxxxxx ৯ জুন, ২০২২, ১১:১৫ পিএম says : 0
    যখন উইঘুর মুসলিমরা বেইজিং শাসন শুরু করবে তখন এই সমস্যা আর শেষ হবে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ