Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেন সঙ্কটে ইউরোপে যেতে পারে ৫০ কোটি অভিবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০০ এএম

যদি ইউক্রেনে সঙ্ঘাত চলতে থাকে তবে ইউরোপে ৫০ কোটি অভিবাসীর আগমন হতে পারে এবং এটি একটি সামাজিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। সোমবার এএনএসএ বার্তা সংস্থার কাছে এ সতর্কবার্তা দিয়েছেন ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও লেগা নর্ড পার্টির নেতা মাত্তেও সালভিনি।

তিনি বলেন, ‘যদি ইউক্রেনের সঙ্ঘাত কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে ইতালি এবং আফ্রিকা মহাদেশে একটি অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় শুরু হবে। যদি অনাহার শুরু হয়, তাহলে আমাদের অভিবাসীদের আগমনের আশঙ্কা করা উচিত। এটি ইতোমধ্যেই রেকর্ড-উচ্চতায় রয়েছে। আফ্রিকায় ৫০ কোটি অভিবাসীর পরিসংখ্যান বেশ বাস্তবসম্মত। যদি অনাহারে থাকে, তারা খাদ্যের সন্ধানে উত্তর দিকে ছুটে আসবে।’
ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্থানীয় অস্থায়ী আবাসন কেন্দ্র, যেটির ধারণ ক্ষমতা মাত্র ৩৫০ জন, সেখানে স্থান সঙ্কুলান হচ্ছে না। বর্তমানে ৮৮০ জন অভিবাসী সেখানে অবস্থান করছে। শুধুমাত্র গত রোববার রাতে অভিবাসী বহনকারী ৯টি নৌকা দ্বীপে নোঙর করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বছরের শুরু থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসী একটি সামুদ্রিক রুট দিয়ে মূলত আফ্রিকা থেকে ইতালিতে এসেছে যা ২০২০ সালের একই সময়ের তুলনায় চার গুণ বেশি। ২০১৬ সালে সমুদ্রপথে সর্বাধিক সংখ্যক ১ লাখ ৮০ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে গিয়েছিলেন।

এর আগে আফ্রিকা থেকে ক্ষুধা-তাড়িত উদ্বাস্তুদের সম্ভাব্য ঢেউয়ের আশঙ্কা ব্যক্ত করে ভূমধ্যসাগরে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ গত শনিবার অভিবাসীদের সাথে ইউরোপীয় ইউনিয়নের ‘স্বেচ্ছাসেবী’ সংহতি বন্ধ এবং তাদের যত্নের বোঝা পুনঃবিতরণের একটি ভাল উপায় বের করার আহ্বান জানায়। ইতালি, সাইপ্রাস, গ্রীস, মাল্টা এবং স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার অভিযানের কারণে ইউক্রেনের শস্য রফতানিতে অবরোধের ফলে আফ্রিকা থেকে বিপুল সংখ্যক শরণার্থী নিয়ে দক্ষিণ ইউরোপ প্লাবিত হতে পারে এমন উদ্বেগের মধ্যে ভেনিসে দুই দিনের আলোচনাকরে।

সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোস নরিস সাংবাদিকদের বলেছেন, অভিবাসনের বিষয়ে একটি শক্তিশালী, সাধারণ ইইউ নীতি প্রয়োজন। নুরিস বলেন, ‘সংহতি একটি সেøাগান নয়, বা এটি পদার্থবর্জিত হতে পারে না’।
পূর্ববর্তী ইইউ নীতিগুলো যেখানে সদস্য রাষ্ট্রগুলো ইতালি, গ্রীস এবং অন্যান্য দক্ষিণ উপকূলে অবতরণকারী কয়েক লাখ অভিবাসীকে গ্রহণ করার প্রস্তাব দিতে পারে তা সম্পূর্ণরূপে অপর্যাপ্ত প্রমাণিত হয়েছিল। ইইউর অনেক দেশই এগোয়নি। অন্যরা, এমনকি তারা চোরাকারবারীদের অচল নৌযান থেকে উদ্ধার করা কয়েক লাখ অভিবাসীর মধ্যে স্বল্প সংখ্যাককে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করেনি।

আফ্রিকায় খরা এবং যুদ্ধের আগেও খাদ্যের দাম বৃদ্ধির ফলে সোমালিয়া, মিসর এবং অন্যান্য দরিদ্র দেশগুলোতে ইউক্রেনীয় শস্য পাঠানো অসম্ভব। সাহেল, সাহারা মরুভূমির ঠিক নীচে আফ্রিকার অংশে, আনুমানিক ১ কোটি ৮০ লাখ মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন, কারণ কৃষকরা এক দশকেরও বেশি সময় ধরে তাদের সবচেয়ে খারাপ উৎপাদন মৌসুমের মুখোমুখি।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামোরগেস ইউক্রেনে শস্য অবরোধকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের মধ্যে ‘অভিবাসীদের বিতরণ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা’ গড়ে তোলার আরেকটি কারণ হিসাবে উল্লেখ করেছেন। এটি এমন দেশগুলোর সাথে আরো প্রত্যাবাসন চুক্তির জন্য চাপ দেয় যেগুলোর লোকেরা ইউরোপে একটি উন্নত জীবন। সূত্র : সূত্র : তাস ও এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ