Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিঙ্গাপুরে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০৫ এএম

ভয়াবহ অবস্থা ধারণ করেছে সিঙ্গাপুরের ডেঙ্গু পরিস্থিতি। দেশটি এরইমধ্যে জানিয়েছে তারা ‘ডেঙ্গু এমার্জেন্সি’ মোকাবেলা করছে। সাধারণত বছরের একটা সময়ে এই অঞ্চলের দেশগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। তবে এ বছর হিসেবের আগে থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করে সিঙ্গাপুরে। এরইমধ্যে দেশটিতে ১১ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। অথচ পুরো ২০২১ সালে মাত্র ৫ হাজার ২৫৮ জনের ডেঙ্গু ধরা পড়েছিল সিঙ্গাপুরে। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, সাধারণত জুনের প্রথম সপ্তাহ থেকে ডেঙ্গুর সংক্রমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে শুরু করে। সেখানে এ বছর জুনের আগেই ১১ হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সিঙ্গাপুর যে সংকটে রয়েছে তা এ অঞ্চলের অন্য দেশেও কম-বেশি দেখা যাচ্ছে। এ জন্য আবহাওয়া পরিবর্তনকেই দায়ী করছেন তারা। সামনের বছরগুলোতে ডেঙ্গু সমস্যা আরও তীব্র হতে চলেছে বলেও সাবধান বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে ব্যাপক শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। এর উপসর্গগুলোর সঙ্গে ফ্লু’র উপসর্গের মিল রয়েছে। আক্রান্ত ব্যক্তি ভয়াবহ জরে ভুগেন। সঙ্গে থাকে প্রচÐ মাথাব্যাথা এবং শরীর ব্যাথা। কোনো কোনো ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সিঙ্গাপুরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেসমন্ড টান বলেন, আক্রান্ত রোগীর সংখ্যা দ্রæত বাড়ছে। আমরা একটি এমার্জেন্সির মোকাবেলা করছি। বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন বাড়ছে ডেঙ্গু সমস্যা। ২০১৯ সালে বিশ্বে প্রায় ৫২ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। এটিই এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ। ওই বছর এশিয়ার বিভিন্ন দেশে কয়েক হাজার মানুষের মৃত্যু হয় ডেঙ্গুতে। সবথেকে ভয়াবহ অবস্থা হয়েছিল ফিলিপাইনে। সেখানে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গাপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ