মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে অপ্রাপ্তবয়স্কদের জন্য ব্যান করা হল ট্যাটু। এক সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। নিষিদ্ধ করার পিছনে সাফাইও দিয়েছে জিনপিং-এর দেশ। নাবালকরা ট্যাটু করলে তা নাকি ‘সমাজতান্ত্রিক আদর্শের পরিপন্থী’, এমনই যুক্তি সরকারের।
ট্যাটু করলে শারীরিক ক্ষতি হতে পারে, এমন যুক্তি চিকিৎসকরা প্রায়ই দিয়ে থাকেন। অনেকে আবার এর থেকে স্কিন ক্যানসার হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেন। কিন্তু, ট্যাটু করলে, ‘সমাজতান্ত্রিক আদর্শ’ নষ্ট হয়, এমন অদ্ভুত যুক্তি দেখালো চীন সরকার। আর তাই সে দেশের নাবালকদের ক্ষেত্রে ট্যাটুর উপর জারি করা হল সেন্সর।
সেন্সর জারির পরই দেশের সমস্ত স্কুল ও পরিবারকে পাঠানো হয়েছে নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে নাবালকরা যাতে ট্যাটু না করে, তার উপর যাতে নজর দেয়া হয়। কোনও দোকানে যদি নাবালকদের ট্যাটু করা হচ্ছে এমন ধরা পড়লে, দোকান ও নাবালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া, কোনও নাবালক যদি ট্যাটু মুছতে চায়, সে ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় মেডিক্যাল সাহায্য করা হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।
চীনের প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেয়া হয়েছে কোনও সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তি নাবালকদের ট্যাটু পরিষেবা যাতে না দেয়। এর আগে সাংহাইয়ে ১৮ বছরের কম বয়সীদের ট্যাটুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার জিনপিং প্রশাসন সারা দেশে অপ্রাপ্তদের ট্যাটুর উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিল।
গত বছর জাতীয় দলের ফুটবলারদের ট্যাটু করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বেইজিং। যাদের শরীরে ট্যাটু বা উল্কি আছে, তা মুছে ফেলার নির্দেশ দেয়া হয়। শরীরে ট্যাটু রয়েছে এমন ফুটবলার যাতে জাতীয় দলে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে ফুটবল সংগঠনকে নজর রাখার নির্দেশ দেয়া হয়েছিল। সমাজের জন্য ভালো উদাহরণ তৈরি করার জন্যই এই নির্দেশ বলে জানিয়েছিল জিনপিংয়ের দেশ। সূত্র: সিজিটিএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।