বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় নিজ পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক যুবকের ভাসমান রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে টিয়াখালী ইউপির রজপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাফর ওই গ্রামের মৃত: আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি দলিল লেখকের পাশাপাশি মানবাধিকার কর্মী ও সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলেন। স্থানীয়দের ধারনা জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে । গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।